সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
হিট (HEAT) প্রজেক্ট ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তত্ত্বাবধানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর সেমিনার রুমে এটিএফ (ATF ) সাব প্রজেক্ট প্রপোজাল বিষয়ক দিনব্যাপি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপি এ ওয়ার্কশপে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালক বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ প্রায় ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি এটিএফ বিশেষজ্ঞ প্রফেসর ড. মো. মোজাহার আলী এবং প্রোগ্রাম অফিসার আবু তালেব মো. মুনির হিট প্রোজেক্ট ওয়ার্কশপ শেষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তাঁরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল এবং আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আব্দুল গোফফার খান এবং অতিরিক্ত পরিচালকবৃন্দের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।