রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যাকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য-এর অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ৩১ (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যাকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন।
প্রফেসর মোল্যা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে ১৯৯৬ সালে প্রথম শ্রেণিতে বিএসসি (অনার্স) এবং ১৯৯৭ সালে একই বিভাগ থেকে এমএসসিতেও প্রথম শ্রেণী অর্জন করেন।
তিনি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের ফ্রন্টিয়ার ইনফরমেটিক্স বিভাগ হতে ২০০৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর ১৫০ টিরও বেশি গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল/কনফারেন্স-এ প্রকাশিত হয়েছে। তিনি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় ও কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল ফেলো এবং সৌদি আরবের কিং খালিদ বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসাবে দক্ষতার সাথে কাজ করেছেন। প্রফেসর মোল্যা জাপানের টহরাবৎংরঃু ড়ভ ঞড়শুড়, ঞড়শুড় টহরাবৎংরঃু ড়ভ অমৎরপঁষঃঁৎব ধহফ ঞবপযহড়ষড়মু, কুঁংযঁ ওহংঃরঃঁঃব ড়ভ ঞবপযহড়ষড়মু তে ঠরংরঃরহম চৎড়ভবংংড়ৎ ্ ঠরংরঃরহম জবংবধৎপযবৎ ছিলেন।
গবেষণার ক্ষেত্রে তার বিশেষ আগ্রহের বিষয়গুলোর মধ্যে কম্পিউটেশনাল নিউরোসায়েন্স, ব্রেইন-কম্পিউটার ইন্টারফেসিং, ক্লাইমেট ডায়নামিক্স, অডিটরি সিগনাল প্রসেসিং বিশেষভাবে উল্লেখযোগ্য।
তিনি ১৯৯৭ সালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরে ১৯৯৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগ দেন। প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা দীর্ঘদিন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনিক দক্ষতার ক্ষেত্রে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ও স্মার্ট আইডি কার্ড প্রকল্পের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
খ্যাতিমান শিক্ষক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বিভিন্ন সময়ে জাপান, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, পর্তুগাল, সৌদি আরব ও কানাডার বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং গবেষণাপত্র উপস্থাপন করেছেন।