বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিতর্ক ক্লাব, পলিটিক্যাল সাইন্স ডিবেটিং সোসাইটি-এর আয়োজনে ১২ মে থেকে ১৬ মে পাঁচদিনব্যাপী বিতর্ক মহা উৎসব PSDS DEBATE FEST-2024 অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহজুড়ে আয়োজিত এই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০টি দল। এই বিতর্ক উৎসবে বিজয়ী হয়েছে ইংরেজি বিভাগের দল টিম এপিক নিগোশিয়েটোরস। এছাড়া প্রথম রানার আপ হয়েছে আইন ও মানবাধিকার বিভাগের দল টিম স্ফুরণ এবং দ্বিতীয় রানার আপ হয়েছে আইন ও মানবাধিকার বিভাগের দল টিম ব্রেইন বুস্টার।
বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল উপভোগ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর ড. ফয়জার রহমান, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল, প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ হাবিবুল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। বিতর্ক পরবর্তী আলোচনায় অতিথিগণ বুদ্ধি ও মননের বিকাশে এবং অর্জিত জ্ঞান শানিত করতে বিতর্কের গুরুত্ব আলোচনা করেন। এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।