শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে দুই দিন ব্যাপী ‘সিএসই ফেস্ট-২০১৬’ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের তালাইমারির সিএসই ক্যাম্পাসে পুরষ্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ড. শামীম আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান। আরও উপস্থিত ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, সেক্রেটারি জেনারেল এ.কে.এম কামরুজ্জামান খান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার এবং উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী।
অনুষ্ঠান সূচীর প্রথম দিনে আইটি প্রতিযোগিতা বিভাগে ছিল প্রোগ্রামিং কন্টেস্ট, আইসিটি অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড এবং প্রজেক্ট শো। প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের হাতে পুরষ্কার তুলে দেন বরেন্দ্র বিশ্ববিদ্যায়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।