সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল গত বৃহস্পতিবার সকাল ৯টায় থাইল্যান্ডের অন্যতম পুরনো থামাসাত বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরীর নেতৃত্বে থাইল্যান্ডের থামাসাত বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর (আন্তর্জাতিক সম্পর্ক) প্রফেসর পর্নচাই তারকুলওয়ারানাতের সাথে তার অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলের অন্য সদস্য ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর মুহাম্মদ সাজ্জাদুর রহিম। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও থামাসাত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্র বিনিময়, দ্বৈত-¯œাকোত্তর ডিগ্রী ও গবেষণা সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা ও মতবিনিময় হয়। পরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল থামাসাত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও গ্রন্থাগার পরিদর্শন করেন।