বরেন্দ্র সিলিকন সিটির অবকাঠামো নির্মাণ আগামি বছর: আইসিটি প্রতিমন্ত্রী

আপডেট: অক্টোবর ৩১, ২০১৬, ১২:০১ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর জিয়ানগরে বরেন্দ্র সিলিকন সিটির নির্ধারিত কাজ পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, আগামী বছর থেকেই বরেন্দ্র সিলিকন সিটির অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে ৪৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দের টাকা থেকে দ্রুত গতিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য চার তলা ভবন ও প্রশিক্ষণের জন্য দশ তলা বরেন্দ্র সিলিকন টাওয়ার নির্মাণ করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, বরেন্দ্র সিলিকন সিটির কাজ শুরু হলে এখান থেকে ১৪ হাজার লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে। প্রতিমন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তাদের দ্রুত এ বিষয় নিয়ে কাজ শুরু করার আহ্বান জানান। এছাড়া জেলা প্রশাসককে পানি উন্নয়ন বোর্ডকে নদীর তীর সংরক্ষণের জন্য চিঠি লেখার নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী বলেন, সব কাজ সম্পন্ন। ৪৬ হাজার টাকার বরাদ্দ দেয়া হয়েছে। এখন দরপত্র আহ্বান করে কাজ শুরু করা হবে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, তথ্য ও প্রযুক্তি বিভাগের সহকারী পরিচালক মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গণি প্রমুখ।