বরের জুতো চুরি করে ১১ লক্ষ টাকা পেলেন কনের বন্ধুরা!

আপডেট: ডিসেম্বর ৩, ২০২৪, ২:২৪ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


বিয়েবাড়িতে রীতিমতো টাকার বৃষ্টি। এক একটি আচার-অনুষ্ঠানে ওড়ানো হল লক্ষ লক্ষ টাকা। বর-কনের দু’পক্ষের আত্মীয়স্বজনের কীর্তিতে চক্ষু চড়কগাছ আমন্ত্রিতদের। কয়েকটি আচারের ভিডিও তুলেও অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যা বর্তমানে ভাইরাল। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।

অবাঙালিদের বিয়েতে বরের জুতো চুরি করা একটি আচার। যা সাধারণত কনের বন্ধু, বোনেরাই করেন। বরের জুতো ফিরিয়ে দিতে কিছু টাকাও চান। এমনটা প্রতিটি বিয়েতেই দেখা যায়। এই বিয়েবাড়িতে দেখা গিয়েছে, বরের জুতো চুরির আচারে কনের বন্ধু, বোনেদের লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এক, দু’লক্ষ নয়, মোট ১১ লক্ষ টাকা দেওয়া হয়েছে জুতো ফিরিয়ে দেওয়ার জন্য। নগদ ১১ লক্ষ টাকা হাতে পেয়ে চমকে গেছেন কনের বন্ধুরাও।

এখানেই শেষ নয়। কনের আত্মীয়রা সুটকেস ভর্তি টাকা পণ হিসেবে তুলে দেন বরের পরিবারের হাতে। সেই সুটকেসেই ছিল নগদ আড়াই কোটি টাকা। সুটকেস খুলতেই চোখ ছানাবড়া বরযাত্রীদের। জানা গিয়েছে, ওই বিয়েবাড়িতে আরও আচারে মোট আট লক্ষ টাকা ব্যয় করেছেন বর।

ভাইরাল ভিডিও দেখে যারপরনাই ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, এভাবে বিয়ের অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা ওড়ানোয় কোনও কৃতিত্ব নেই। বরং দুঃস্থ, গরিবদের মধ্যে ভাগ করে দেওয়াই উচিত ছিল।
তথ্যসূত্র: আজকাল অনলাইন