মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক : বর্জ্য প্লাস্টিক পুনর্ব্যবহার করে তৈরি হচ্ছে চেয়ার, টেবিল সহ নানা আসবাব। প্লাস্টিক যন্ত্রণা থেকে মুক্তির উপায় কী, গোটা বিশ্ব জুড়ে চলছে তারই খোঁজ। ঠিক তখনই বর্জ্য প্লাস্টিক পুনঃব্যবহারে নজির গড়েছে পশ্চিমবঙ্গের হুগলির উত্তরপাড়া পুরসভা। গড়ে তোলা হয়েছে বর্জ্য প্লাস্টিক প্রক্রিয়াকরণ প্লান্ট। প্রথমে বর্জ্য প্লাস্টিক রিসাইক্লিং করে পুনঃব্যবহারযোগ্য দানায় রূপান্তরিত করা হয়। তারপর ওই দানাগুলিকে ব্যবহার করে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের আসবাবপত্র।
পুরো প্রক্রিয়া শুরু হয়েছে পুরসভার সাফাই কর্মিদের সক্রিয় সহযোগিতায়। সাফাই কর্মিদের দ্বারা সংলগ্ন ছ’টি পুরসভার সমস্ত বর্জ্য নিয়ে আসা হয় উত্তরপাড়ার প্ল্যান্টে। সেখানে শুরুতে বর্জ্য পৃথকিকরণের কাজ করা হয়। প্লাস্টিককে আলাদা করে জেলার পর শুরু হয় মেশিন এবং মানুষের সম্মিলিত কাজ। মেশিনের কনভেয়ার বেল্টের মাধ্যমে সে বর্জ্য পদার্থ এগিয়ে যায় প্রক্রিয়াকরণের রাস্তায়। প্লাস্টিকের মধ্যে লেগে থাকা মাটি ও অন্যান্য জিনিস সরিয়ে পরিষ্কার করে শুধুমাত্র প্লাস্টিকগুলিকে আলাদা করে নেয়া হয়। পৃথকীকরণ হয়ে গেলে তা পৌঁছায় দ্বিতীয় পর্যায়।
সেখানে বড় বড় প্লাস্টিক টুকরো হয়ে ছোট ছোট প্লাস্টিকের আকারে অন্য মেশিনের মধ্যে পৌঁছায়। সেই মেশিন থেকেই টুকরো প্লাস্টিক থেকে রিসাইকেল অর্থাৎ ব্যবহারযোগ্য দানা তৈরি হয়। একেবারে শেষ পর্যায় সেই প্লাস্টিকের দানা পৌঁছে দেয়া হয় কারখানায়। দানা ব্যবহার করে সেখানে তৈরি করা হয় বিভিন্ন আসবাবপত্র যেমন- চেয়ার, টেবিল, বালতি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে উত্তরপাড়া পুরসভার এই প্রক্রিয়াকরণের উদ্যোগ।
এ প্রসঙ্গে সংস্থার এক কর্মকর্তা রামপ্রসাদ চক্রবর্তী বলেছেন, প্ল্যান্টে প্লাস্টিকের দানা থেকে ব্যবহারযোগ্য প্লাস্টিক এবং ব্যবহার হওয়ার পরে পুনরায় আবার সেটাকে প্লাস্টিকের দানায় পরিণত করার কাজ চলছে। আগামী বছরের মধ্যে সেই দানা থেকে নতুন আসবাবপত্র তৈরি করার ব্যবস্থা তৈরি হয়ে যাবে। ইতোমধ্যেই পরীক্ষামূলক কিছু আসবাবপত্র তৈরি করা হয়েছে। সময়ের অপেক্ষা, আগামী কিছু দিনের মধ্যেই পুরো প্রক্রিয়াটা এই প্ল্যান্টে সম্পন্ন হবে।
উত্তরপাড়ার পুরপ্রধান দিলীপ যাদব বলেছেন, রাজ্য সরকারের যাবতীয় গাইডলাইন মেনে কাজ শুরু হয়েছে। ৬টি পুরসভার নির্গত বর্জ্য প্ল্যান্টে নিয়ে এসে প্লাস্টিক রিসাইকেল করে ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে। এই ব্যবস্থা পরিবেশের পক্ষে অত্যন্ত উপযোগী। কারণ বর্তমান সময়ে প্লাস্টিকের ব্যবহার যে হারে বেড়েছে তা পরিবেশের পক্ষে ক্ষতিকর। মূল লক্ষ্য প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলা। প্লাস্টিক নষ্ট হয় না, তাই সেই প্লাস্টিককে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলার লক্ষেই এই উদ্যোগ।
তথ্যসূত্র: আজকাল অনলাইন