বর্ণিল সাজে নগরীতে আ’লীগের জাতীয় সম্মেলনের প্রচারণা চত্বর

আপডেট: অক্টোবর ১৪, ২০১৬, ১১:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রচার ও সাজসজ্জার ধারাবাহিকতায় জেলা আওয়ামী লীগ কার্যালয়, লক্ষীপুর মোড়ের সম্মেলন প্রচার চত্বরে এবং বিভিন্ন উপজেলায় প্রচার ও সাজসজ্জাকরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় লক্ষীপুর মোড়ের সম্মেলন প্রচার চত্বর আনুষ্ঠানিকভাবে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উন্মুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহসভাপতি অ্যাড. মকবুল হোসেন খান, আব্দুল মজিদ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, কামরুজ্জামান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. এজাজুল হক মানু, দফতর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. পূর্ণিমা ভট্টাচার্য, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাড. এহসান আহম্মেদ শাহিন, তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যাপক শামসুজ্জামান খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান আখতার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এমদাদুল ইসলাম মাস্টার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মনসুর রহমান, উপদফতর সম্পাদক প্রভাষক শরিফুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম বাদশা, মাজদার রহমান সরকার, মেয়র গোলাম রাব্বানী, আব্দুল্লাহ আল মামুন, ফকরুল ইসলাম, আব্দুল বারী খান, মোবারক হোসেন, আব্দুর রাজ্জাক, পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, নওহাটা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক খালেদ ওয়াশি কেটু, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মর্জিনা পারভীন, সহসভাপতি রোকশানা মেহবুবা চপলা, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, জেলা যুবনেতা মুজাহিদ হোসেন মানিক, জয় বাংলা পরিষদের আহ্বায়ক শফিকুজ্জামান শফিক, রাজপাড়া থানা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক মারুফ হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগ উপদফতর সম্পাদক প্রভাষক শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ