বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
হালনাগাদের পর বর্তমান বাংলাদেশে ভোটার সংখ্যা দাঁড়ালো ১০ কোটি ৩০ লাখ।
নির্বাচন কমিশন (ইসি) ২০১৬ সালের হালনাগাদ কার্যক্রমের পর ৩১ জানুয়ারি সারাদেশে তালিকা প্রকাশ করে। আর তা সমন্বয় করে বুধবার (০১ ফেব্রুয়ারি) মোট ভোটার সংখ্যা প্রকাশ করে সংস্থাটি।
এ বিষয়ে রাতে ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, এবার হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ১২ লাখ ১৬ হাজার ৯৬৯ জন। এরমধ্যে পুরুষ সাত লাখ ১৫ হাজার ৪০৮ জন। আর নারী ভোটার পাঁচ লাখ এক হাজার ৫৬১ জন।
হালনাগাদের আগে দেশের ভোটার সংখ্যা ছিলো ১০ কোটি ১৭ লাখ ৮১ হাজার ৫০ জন। এরমধ্যে পুরুষ পাঁচ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৫০২ জন ও নারী পাঁচ কোটি তিন লাখ সাত হাজার ৫৪৮ জন।
সব মিলিয়ে বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ২৯ লাখ ৯৮ হাজার ১৯ জন। এরমধ্যে মোট পুরুষ ভোটার পাঁচ কোটি ২১ লাখ ৮৮ হাজার ৯১০ জন এবং নারী ভোটার পাঁচ কোটি আট লাখ নয় হাজার ১০৯ জন।
ইসি কর্মকর্তার ধারণা, একাদশ সংসদ নির্বাচনের সময় মোট ভোটার সংখ্যা সাড়ে ১০ কোটি ছাড়িয়ে যেতে পারে। দশম সংসদ নির্বাচনের সময় দেশে সাড়ে নয় কোটির মত ভোটার ছিলো।- বাংলানিউজ