বর্তমান সরকারের উন্নয়ন মেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ৫, ২০১৭, ১২:০৫ পূর্বাহ্ণ

চারঘাট প্রতিনিধি



রাজশাহীর চারঘাট উপজেলায় সরকারের উন্নয়ন বিষয়ক কর্মকান্ড উপলক্ষে চারঘাটে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম আকতার, মডেল থানা অফিসার ইনর্চাজ  (ওসি) নিবারন চন্দ্র বর্মন, নিবার্চন কর্মকর্তা কামরুজ্জামান, প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজী খন্দকার, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম রতন, সরদহ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারা বেগম, চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ থানাপাড়া সোয়ালোজ ডিএস এনজিও প্রতিনিধি ইমরুল কায়েসসহ সকল দফতরের কর্মকর্তা ও বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সাংবাদিকবৃন্দ। আগামী ৯ জানুয়ারি থেকে তিন দিনব্যাপী বর্তমান সরকারের সকল উন্নয়ন দিকগুলো মেলায় তুলে ধরার আহবান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ