শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
কৃষক লীগ কার্যালয়ের উদ্বোধন করেন নগর আ’লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলূ সরকারসহ নেতৃবৃন্দ-সোনার দেশ
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বর্তমান সরকার কৃষক বান্ধব। কৃষকের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। দেশের মানুষকে আর সার সংকটে ভুগতে হয় না। সরকার কৃষকদের ফসল উৎপাদনের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও সার সরবরাহ অব্যাহত রেখেছে। যাতে করে কৃষকরা ভাল ফসল ফলাতে পরে। কৃষকদের আর সারের জন্য হতাশাগ্রস্ত হয়ে খালি হাতে ফিরে যেতে হয় না।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ২৬ নম্বর ওয়ার্ড কৃষকলীগের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির আমলে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। বিএনপি চাই না, দেশের উন্নয়ন হোক। তারা কৃষকদের উন্নয়নের কথা কখনোই ভাবেনি। তারা চেয়েছে লুটপাট করে নিজের আখের গুছাতে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত কখনোই কৃষকের পাশে দাঁড়ায়নি। কৃষকদের দুঃখের কথা শোনেনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, কৃষি সম্পাদক জাহির উদ্দিন তেতু, সদস্য মখলেসুর রহমান খলিল, নগর কৃষক লীগের সভাপতি রহমতুল্লাহ সেলিম, মতিহার থানা কৃষক লীগ সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমন। সভায় সভাপতিত্ব করেন, ২৬ (পশ্চিম) নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আলী আকবর। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক নাজমুল হক।