বর্ষবরণ নিয়ে কড়া ফতোয়া পাকিস্তানে

আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৩, ৪:৪৭ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক :


নতুন বছরের শুরুতে কোনো উদযাপন করা যাবে না। দেশজুড়ে ফতোয়া জারি করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কক্কর। বৃহস্পতিবার (২৮ ডিসম্বর) বিবৃতি জারি করে পাক প্রধানমন্ত্রী জানান, দেশের কোথাও নতুন বছরকে স্বাগত জানাতে উৎসব-অনুষ্ঠান করা যাবে না। উল্লেখ্য, পাকিস্তানে বর্ষবরণের অনুষ্ঠানে বরাবরই বাধা দিয়ে থাকে ইসলামিক দলগুলো। এবার সরকারের পক্ষ থেকেই নির্দেশ দিয়ে বন্ধ রাখা হবে বর্ষবরণের অনুষ্ঠান।

কিন্তু কেন এই নির্দেশিকা? পাকিস্তান প্রধানমন্ত্রী জানান, প্যালেস্টাইন পরিস্থিতিতে আমরা খুবই উদ্বিগ্ন। প্যালেস্তিনিয় ভাইবোনদের প্রতি সহমর্মিতা জানাতেই বর্ষবরণের উৎসব নিষিদ্ধ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমস্ত উৎসব অনুষ্ঠানে। কক্করের মতে, হিংসা ও অবিচারের সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে ইসরায়েলি সেনাবাহিনি।

গাজা ও ওয়েস্ট ব্যাংকের নিরস্ত্র মানুষ ও শিশুদের যেভাবে হত্যা করা হচ্ছে, তা দেখে গোটা পাকিস্তান এবং মুসলিম বিশ্ব ব্যথিত।
উল্লেখ্য, পাকিস্তানে কোনোদিনই ধুমধাম করে বর্ষবরণের অনুষ্ঠান পালন করা হয় না। কোথাও অনুষ্ঠান হলেও সেখানে তাণ্ডব চালায় ইসলামিক দলগুলো, অনেক বার এমন অভিযোগ উঠেছে।

তবে সরকারিভাবে বর্ষবরণের অনুষ্ঠান নিষিদ্ধ করার বিষয়টি সাম্প্রতিক অতীতে সেভাবে দেখা যায়নি। তবে সরকারি নির্দেশ অমান্য কী শাস্তি হবে, তা অবশ্য জানা নেই।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন