বস্তায় পাচার হচ্ছিল ১৮২ বোতল ফেনসিডিল

আপডেট: জুন ৮, ২০২৩, ১:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর চারঘাট থেকে বানেশ্বরে অটোভ্যানে বস্তায় ভরে ১৮২ বোতল ফেনসিডিল পাচারের সময় এক তরুণকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৭ জুন) উপজেলার সিসাতলা বাজার থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়।
গ্রেফতার তরুণ পুঠিয়া পৌরসভার তারাপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে শামীম রহমান (২০)। বুধবার (৭ জুন) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার সিসাতলা বাজার থেকে অটোভ্যানে চড়ে বানেশ্বরে যাচ্ছিলেন মাদক কারবারি শামীম হোসেন। এসময় চেকপোস্ট বসিয়ে সেখানে তল্লাশী চালিয়ে বস্তার মধ্যে থেকে ১৮২ ফেনসিডিল পাওয়া যায়। সে সময় সে পালাতে চাইলে ব্যর্থ হয়ে র‌্যাবের সদস্যরা ধরে ফেলে।

বিজ্ঞপ্তিতে আরও বলা, মাদক কারবারি শামীমের বিরুদ্ধে চারঘাট থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ