শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ ।
তথ্যবিবরণী:
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, আপনারা বস্তুনিষ্ঠ সমালোচনা করে সংবাদ পরিবেশন করুন। যখন তথ্য নেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে পুরো তথ্যটা নেন, তারপর সংবাদ তৈরি করুন। এতে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারব।
রোববার (৪ মে) সকালে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস আয়োজিত ‘বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীষর্ক গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, যাদের জ্ঞান কম আছে তারাই মূলত গুজব বিশ্বাস করে। গুজব যাতে ব্যাপকভাবে না ছড়ায় সেজন্য আমাদের সবার দায়বদ্ধতা রয়েছে। এসময় তিনি উপজেলা পর্যায়ের গণমাধ্যমকর্মীদের কাছে গুজব ও তা প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করার জন্য সভায় অংশগ্রহণকারী সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।
বিভিন্ন দাবিতে আন্দোলনকারীদের সংবাদ কভার করা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, আন্দোলনকারীদের দাবি যৌক্তিক কিনা তা যাচাই করতে হবে। তাদের দাবির চাইতেও জরুরি কোনো দাবি আছে কিনা তা জানতে হবে। অনেক দাবি আছে যা অফিসিয়ালি নিষ্পত্তি করা যায়, তার জন্য রাস্তায় নামার প্রয়োজন নেই।
এসময় জেলা প্রশাসক, বগুড়া তথা বাংলাদেশকে গুজবমুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বগুড়া পুলিশ সুপার মো. জেদান আল মুসা। পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, তথ্য কখনও গোপন থাকে না। তথ্য প্রচার হবেই। যেটা যেমন সেটা তেমনভাবে প্রচার হলে সমাজের জন্য মঙ্গল।
অনুষ্ঠানের শুরুতে আঞ্চলিক তথ্য অফিসের পক্ষ থেকে প্রতিপাদ্য বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়। পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী সাংবাদিকরা তাদের মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেজবাউল করিম, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. সোহেল মিয়া প্রমুখ বক্তৃতা করেন।
বগুড়ায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।