সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
নাম ‘রইস’ হলেই কি বড়লোক হওয়া যায়? নাকি ‘কাবিল’ হলেই কেউ যোগ্য হয়ে যায়? প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মুক্তি পেতে চলা দু’টি ‘সম্ভাব্য’ ব্লক বাস্টারের লড়াইটা সেখানেই। নাম দিয়ে যায় চেনা আর কী! কে, কোথায় টক্কর দিচ্ছে রিলিজের আগে একবার দেখে নেয়া যাক-
মার্কেটিং বনাম বাবাজি : শাহরুখ খানকে কোনওদিন জড়িবুটি খেতে শুনেছেন? কিংবা কোনও বাবাজির সঙ্গে ‘কনসাল্ট’ করতে, যে ছবির নামে ক’টা অতিরিক্ত ‘ক’ কিংবা ‘খ’ বসবে? কিন্তু রাকেশ রোশনকে দেখুন। তিনি ছবির মুক্তির দিন পর্যন্ত স্থির করেন কোষ্ঠিবিচার করে। শাহরুখ খানের মার্কেটিংয়ের জোরে যে কোনও বাবাজির সবুজ টিয়া-ই কিন্তু খাঁচা খুলে উড়ে যেতে পারে! যেমন ছবি, তার তেমন মার্কেটিং। ওদিকে যেমন ছবি, তার তেমন বাবাজি! সে সব দিন কি আর আছে রাকেশ?
নায়িকা বনাম নায়ক : মাহিরা খানকে পাকিস্তান থেকে উড়িয়ে এনেছেন ‘রইস’এর নির্মাতারা। ওদিকে ‘কাবিল’এ রয়েছেন ইয়ামি গৌতম। তাকেও ছাপিয়ে যাচ্ছেন হৃতিক রোশন। অতএব এক্ষেত্রে লড়াইটা হয়ে দাঁড়াচ্ছে শাহরুখ বনাম হৃতিকই। দু’জনেরই দু’রকমের ফ্যান ফলোয়িং। কাজেই শাহরুখকে হারানোটা একটু চাপই, ‘কাবিল’কে ‘রইস’এর চেয়ে ভাল ছবি হতে হবে।
অ্যাকশন বনাম অ্যাকশন : দু’টোই রোমান্টিক অ্যাকশন ছবি। একই দিনে দু’টো অ্যাকশন ছবি মুক্তি পেলে, তারকার পাল্লাই ভারী হয় কিনা। শাহরুখের ‘রইস’এ একেকটা সংলাপ মুক্তির আগেই হিট। ‘কাবিল’এ এখনও পর্যন্ত সে রকম ওয়ানলাইনার পাওয়া গেল না। কাজেই ‘কাবিল’ নিয়ে ক্রেজটা এখনও তৈরি হয়নি। ট্রেলারের দিক দিয়ে ‘রইস’ অনেকটাই এগিয়ে।
সানি বনাম উর্বশী : সানি লিওনি যখন প্রথম জানিয়েছিলেন, শাহরুখের ‘রইস’এ কাজ করে এলেন, কেউ বিশেষ পাত্তা দেয়নি। কিন্তু ‘লয়লা ও লয়লা’ গানটা মুক্তি পাওয়ার পর বোঝা গেল, শাহরুখ কেন সানিকে নিয়েছিলেন। ওদিকে আবার ‘কাবিল’এ ‘সারা জমানা’ গানটির রিমেকে উর্বশী রাউতেলা। তিনিও কম যান না। তার পারফরম্যান্সও রীতিমতো চোখধাঁধানো।
নেগেটিভ বনাম পজেটিভ : শাহরুখ খান কিছুদিন আগে ‘ফ্যান’এ নেগেটিভ চরিত্রে অভিনয় করলেন। যাকে বলে বিশ্বমানের অভিনয়। ছবি যদিও বিশেষ চলেনি! তবে প্রশংশিত হয়েছে। ‘বাজিগর’, ‘ডর’এর মতো ছবিতে যে ভয়টা পাইয়ে দিয়েছিলেন কেরিয়ারের শুরুতে, সেটা ফিরে এসেছিল। ‘রইস’এও ডনের চরিত্রে শাহরুখ। সবটাই নেগেটিভ না হলেও পজেটিভ যে বেশি নেই, সেটা ট্রেলারেই সাড়া পড়ছে। ওদিকে হৃতিক রোশন বহুদিন পর এমন একটা চরিত্রে, যেটা হিরোর মতো নয়। সাধারণ একজন দৃষ্টিহীন মানুষের। এ ধরনের চরিত্র তিনি ভালই করেন। গল্পটা ভাল হলেই হল! সূত্র : এবেলা