বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বহির্বিভাগে রোগী সেজে পকেট কাঁটার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।
বুধবার (৭ জুন) বেলা সাড়ে ১০ টার দিকে বহির্বিভাগের সামনে থেকে এই নারীকে আটক করে আনসার সদস্যরা। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক নারীর নাম রুমা খাতুন (৩২)। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চরসালিনপুর এলাকার বাসিন্দা।
রামেক হাসপাতালের দায়িত্বরত আনসার বাহিনীর ইনচার্জ শহিদুল ইসলাম জানান, এই নারী সন্দেহজনকভাবে বহির্বিভাগে ঘোরাফেরা করছিলো। এরমধ্যে পকেট কেঁটে পালিয়ে যাচ্ছিলো। সে সময় আমরা তাকে ধরে ফেলি। পরে পুলিশ বক্সে হস্তান্তর করা হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মেদ জানান, আমরা দালাল, চোর, পকেটমারদের বিরুদ্ধে সজাগ রয়েছি। এরা প্রান্তিক গ্রাম থেকে আসা মানুষকে টার্গেট করে। এরপর টাকা-পয়সা যা আছে সেটা লুটে নেয়। ওই নারী পকেটকাঁটার সময় হাতেনাতে ধরা পড়ে। পরে আনসার সদস্যরা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।