বহু কাক্সক্ষার মিলন

আপডেট: আগস্ট ১৮, ২০১৭, ১:৪৮ পূর্বাহ্ণ

সমতোষ রায়


আমার কিসের ভয়
অছিলায় দাঁড় করাবো তোমাকে

তুমি এসো আয়েশ করে বসো
তারপর পোজ দাও চিৎ হয়ে কাত হয়ে
বহু বছর বাদে নষ্ট নয়নদ্বয়
আরেকবার ক্যামেরা হোক
স্মৃতি হোক এ্যালবাম
কতোকাল দেখি না মাতি না পবিত্র ¯্নানে

তুমি এসে পড়ে আয়েশ করে আছড়ে ঝরো
ভীষণ আদরে ভিজিয়ে আটকাও সকল পথ
আজ বহু বছর বাদে হই তেমন হও তেমন
শৈশব কৈশোর যৌবনে ছিলাম যেমন ছিলে যেমন
আজ বহু বছর বাদে হোক বহু কাক্সক্ষার মিলন