শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সমতোষ রায়
আমার কিসের ভয়
অছিলায় দাঁড় করাবো তোমাকে
তুমি এসো আয়েশ করে বসো
তারপর পোজ দাও চিৎ হয়ে কাত হয়ে
বহু বছর বাদে নষ্ট নয়নদ্বয়
আরেকবার ক্যামেরা হোক
স্মৃতি হোক এ্যালবাম
কতোকাল দেখি না মাতি না পবিত্র ¯্নানে
তুমি এসে পড়ে আয়েশ করে আছড়ে ঝরো
ভীষণ আদরে ভিজিয়ে আটকাও সকল পথ
আজ বহু বছর বাদে হই তেমন হও তেমন
শৈশব কৈশোর যৌবনে ছিলাম যেমন ছিলে যেমন
আজ বহু বছর বাদে হোক বহু কাক্সক্ষার মিলন