বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশড হয়ে র্যাঙ্কিংয়েও বড় ধাক্কা খেল পাকিস্তান। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে নিজেদের সর্বনিম্ন অবস্থানে নেমে গেল তারা।
আনুষ্ঠানিক বিবৃতিতে বুধবার টেস্ট র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। র্যাঙ্কিং আগের মতো থাকলেও রেটিংয়ে বড় লাফ দিয়েছে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়া সাফল্য পাওয়া বাংলাদেশ। সিরিজ শুরুর আগে র্যাঙ্কিংয়ের ৬ নম্বরে ছিল পাকিস্তান। দুই ম্যাচ হেরে দুই ধাপ পিছিয়ে ৮ নম্বরে নেমে গেছে তারা। এক ধাপ করে এগিয়ে গেছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।
র্যাঙ্কিংয়ের চেয়েও বড় ধাক্কা লেগেছে পাকিস্তানের রেটিংয়ে। তাদের ঝুলিতে এখন আছে ৭৬ পয়েন্ট। ১৯৬৫ সালে টেস্ট র্যাঙ্কিংয়ে জায়গা পাওয়ার পর থেকে এটিই পাকিস্তানের সর্বনিম্ন রেটিং।
পাকিস্তানের ঠিক উল্টো চিত্র বাংলাদেশের। দুই ম্যাচ জিতে তাদের নামের পাশে যোগ হয়েছে ১৩ রেটিং পয়েন্ট। আপাতত ৬৬ পয়েন্ট নিয়ে পাকিস্তানের ঠিক নিচেই বাংলাদেশের অবস্থান।
১২৪ রেটিং নিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা ভারতের ঝুলিতে ১২০ পয়েন্ট। পরের তিন ধাপে যথাক্রমে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ড।
এছাড়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও বড় লাফ দিয়েছে বাংলাদেশ। ৬ ম্যাচে ৩টি করে জয়-পরাজয়ে তাদের ঝুলিতে এখন ৩৩ পয়েন্ট। ৪৫.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান চতুর্থ।
৭ ম্যাচে ২ জয়ে ১৯.০৫ শতাংশ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে পাকিস্তান। ৬৮.৫২ শতাংশ পয়েন্ট পেয়ে শীর্ষে ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়া পেয়েছে ৬২.৫০ পয়েন্ট।
তথ্যসূত্র: বিডিনিউজ