মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
বাংলাদেশের গণমাধ্যম এখনো স্বাধীন নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘সরকারদলীয় চাপ ও কর্পোরেট প্রতিষ্ঠানের কারণেই গণমাধ্যম এখনো পরাধীন’।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিবকা বিভাগ আয়োজিত ‘গণমাধ্যম ও গণতন্ত্র’ বিষয়ক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর কিছু গণমাধ্যম যেমন-নিউওয়ার্ক টাইমস, দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট ইত্যাদি গণমাধ্যমগুলো যেভাবে নিজেদেরকে ‘স্বাধীন’ করে তুলেছে আমাদের দেশের গণমাধ্যমগুলো এখনো সেটা করতে পারে নি।
বিবিসি’র সাবেক এই সাংবাদিক বলেন, গণতন্ত্র ও গণমাধ্যমের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। কিন্তু গণমাধ্যমের মাধ্যমে গণতন্ত্র কায়েম করা সম্ভব নয়। এটা গণতন্ত্র প্রতিষ্ঠার সহায়ক হতে পারে। গণমাধ্যম সম্পর্কে তিনি বলেন, প্রত্যেক গণমাধ্যমের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে কিন্তু তাদের মধ্যে একটা মৌলিক বৈশিষ্ট হলো তারা সবাই সংখ্যালঘুদের অধিকার আদায়ের কাজ করছে। এখানে এই সংখ্যালঘুদের ধারণা শুধু ধর্ম বা জাতি ভিত্তিক নয় বরং আরো বৃহৎ কিছু।
গণতন্ত্র সম্পর্কে অধ্যাপক রীয়াজ বলেন, গণতন্ত্রের বিভিন্ন রূপ রয়েছে। এর মধ্যে একটি হলো সংকর ধরনের শাসনব্যবস্থা। যেখানে সরকার থাকবে, বিরোধী দল থাকবে, নির্বাচন থাকবে অর্থাৎ একটি রাষ্ট্রে যা যা থাকা প্রয়োজন সবই থাকবে কিন্তু গণতন্ত্রের মর্মার্থ শাসনব্যবস্থার মধ্যে থাকবে না। এসময় রাশিয়া, ভেনিজুয়েলা, ফিলিপাইন আপাত দৃষ্টিতে গণতান্ত্রিক দেশ হিসেবে উল্লেখ করেন তিনি।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পা-ের সভাপতিত্বে সেমিনারে বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. মশিহুর রহমান, সহকারী অধ্যাপক মো. শাতিল সিরাজ, ড. মাহাবুর রহমান, ড. এ বি এম সাইফুল ইসলাম, আমেনা খাতুন, প্রভাষক মো. মামুন আ. কাইয়ুম, সোমা দেব, অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজের হেড অব নিউজ মাহমুদ মেননসহ বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।