বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান

আপডেট: ডিসেম্বর ২১, ২০১৬, ১২:০৬ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র পুরুষ সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ২২ ডিসেম্বর প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। আগামী ২২ থেকে ২৭ ডিসেম্বর প্রতিযোগিতা মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার অন্য ৩ দল হচ্ছে নেপাল, কিরগিজস্তান ও মালদ্বীপ। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৩ ডিসেম্বর নেপালের বিপক্ষে, তৃতীয় ম্যাচ ২৫ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে এবং চতুর্থ ম্যাচ ২৬ ডিসেম্বর কিরগিস্তাজনের বিপক্ষে। ২৭ ডিসেম্বর ফাইনাল।