শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
সতেজ হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন কেন উইলিয়ামসন। বাংলাদেশের বিপক্ষে ঘরোয়া সিরিজের আগে দুই সপ্তাহের জন্য বিশ্রামে ছিলেন নিউ জিল্যান্ড অধিনায়ক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শেষটি খেলার পর থেকে বিশ্রামে ছিলেন উইলিয়ামসন। শনিবার দলের সঙ্গে যোগ দেওয়া অধিনায়ক বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রস্তুত হবেন কয়েকটি অনুশীলন সেশন দিয়ে। কোচ মাইক হেসনের বিশ্বাস, এই বিশ্রাম খুব কাজে আসবে উইলিয়ামসনের জন্য। “তাকে বিশ্রাম দিতে পারা খুব ভালো একটি ব্যাপার। তিন ফরম্যাটই খেলতে বলা খুব কঠিন সঙ্গে আবার আপনি দলের অধিনায়কও।… অবশ্যই সে সতেজ এবং খেলার জন্য প্রস্তুত।”
ওয়ানডে ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না নিউ জিল্যান্ডের। ভারতের কাছে ৩-২ ব্যবধানে হারের পর অস্ট্রেলিয়ায় ৩-০ ব্যবধানে হারে তারা। তবে হেসনের বিশ্বাস বাংলাদেশ সিরিজ দিয়েই ঘুরে দাঁড়াবে তার শিষ্যরা। “১০-১২ দিন ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছে ছেলেরা, এটা ভালো ব্যাপার। ওরা আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। ভারতে দুটি জয় পেয়েছে ওরা।”