শুক্রবার, ১ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ১৭ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাংলাদেশ-নেপাল রাগবি ম্যাচের একটি মুহূর্ত
সোনার দেশ ডেস্ক:
বঙ্গবন্ধু রাগবি সিরিজে দিনের শুরুতে নেপালকে অনায়াসে হারিয়েছিল বাংলাদেশ। বিকালের ম্যাচেও জিততে কোনও সমস্যা হয়নি স্বাগতিকদের। ১৯-০ পয়েন্টে নেপালকে উড়িয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে নাদিম-ওবায়দুলরা। তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ আগেই ২-০তে জিতে নিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার আর্মি স্টেডিয়ামে সেভেন-এ-সাইড ম্যাচে প্রথমার্ধে স্বাগতিকরা ১২-০ পয়েন্টে এগিয়ে ছিল। বাংলাদেশ অধিনায়ক নাদিম মাহমুদ এই ম্যাচেও দুর্দান্ত খেলেছেন। পেয়েছেন ৭ পয়েন্ট। এছাড়া আনোয়ারুজ্জামান ও ওয়াবদুল ৫টি করে পয়েন্ট সংগ্রহ করেন।
এর আগে সকালে বাংলাদেশ ২০-০ পয়েন্টে নেপালকে হারিয়েছিল। ওই ম্যাচে নাদিম পেয়েছিলেন ১০ পয়েন্ট।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন