রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ইলিয়াস বাবর
১.
আগস্ট-এ ভেসে যায়
অশ্রুর ধারা
পিতাহীন দেশটা
তবে দিশেহারা?
পিতা নেই, পিতা আছে
থাকে রাত-দিন
রয়ে গেছে পতাকায়
রক্তিম ঋণ!
ঋণ থাক জড়িয়ে
জীবন আর মরণে
পিতা তুমি জেগে আছো
আমাদের স্মরণে!
২.
কান্নামাখা আকাশ দেখেÑ
ভাবছে এক উজবুক
কোন অজানায় আজ তবে হায়
ভাঙে আপন বুক!
বুঝেনি হায় পঁচাত্তরে
এখন তবে জানে
পিতাহারা বেঁচে থাকার
আছে কোন মানে?
পিতার ছায়া যায় না সরে
খুব গোপনে আছে
বাংলাদেশ আর বঙ্গবন্ধু
থাকে খুবই কাছে।