বাংলাদেশ কেজি স্কুল অ্যাসোসিয়েনের সার্টিফিকেট প্রদান

আপডেট: আগস্ট ২, ২০১৭, ১২:৫২ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি


বাংলাদেশ কেজি স্কুল অ্যাসোসিয়েশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের হল রুমে এ সার্টিফিকেট প্রদান করা হয়।
সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্লু-বার্ড কেজি স্কুলের পরিচালক সোলাইমান হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আহসান আরা।
বাঘা ক্যাডেট পাবলিক স্কুলের সহকারী শিক্ষক শরিফুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক নেতা আজিজুর রহমান, রাজশাহী মহানগর কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি রফিক আলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নসিম উদ্দিন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ