শুক্রবার, ২৭ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১৩ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তিতে রাজশাহী থিয়েটার এক শোভাযাত্রা বের করে। উপস্থিত ছিলেন রাজশাহী থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাট্যজন তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি আব্দুল লতিফ চঞ্চল, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী এর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি এর সভাপতি ডা. এফ এম এ জাহিদ, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, রাজশাহী থিয়েটার এর সভাপতি নিতাই কুমার সরকার, নাট্যজন কামার উল্লাহ সরকার, বরেন্দ্র ফিল্ম সোসাইটি এর সভাপতি সুলতানুল ইসলাম টিপু প্রমুখ।