শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। যে নিউজিল্যান্ডকে ঘরের মাঠে বেশ কয়েকবার হোয়াইটওয়াশ করেছে টাইগাররা, এবার তাদের ঘরের মাঠে ধবলধোলাই হল বাংলাদেশ।
বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন বাংলাদেশ দল দারুণভাবে ফিরে আসবে। ফিরে আসার সুযোগ রয়েছে টি-টোয়েন্টি সিরিজে। ইতিমধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
নতুন বছরের ৩ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কিউইদের মুখোমুখি হবে টাইগাররা। এরপর ৬ ও ৮ জানুয়ারি বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি : ৩ জানুয়ারি, ২০১৭, প্রথম টি-টোয়েন্টি, দুপুর ১২টা, ৬ জানুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি, সকাল ৮টা, ৮ জানুয়ারি, তৃতীয় টি-টোয়েন্টি, সকাল ৮টা।