বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের তফসীল ঘোষণা

আপডেট: মে ১৩, ২০২৫, ১১:২৮ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান রাজশাহী শাখার নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়েছে। সোমবার (১২ মে) কো-অর্ডিনেটর, নির্বাচন/২০২৫ এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান রাজশাহীর যুগ্ম সাধারণ সম্পাদক মো. শেরশাহ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়- ১৩ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ (অফিস নোটিশ বোর্ডে), খসড়া ভোটার তালিকা সম্পর্কে লিখিত আপত্তি গ্রহণ ১৫ মে, খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি নিস্পত্তি করণ ১৭ মে, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ (অফিস নোটিশ বোর্ডে) ১৮ মে, ২১ মে মনোনয়নপত্র বিতরণ (প্রার্থী নিজে উপস্থিত থেকে বা প্রতিনিধির মাধ্যমে), ২৫ মে, মনোনয়নপত্র দাখিল (প্রার্থী নিজে উপস্থিত থেকে অথবা প্রতিনিধির মাধ্যমে জমা দিতে পারেন),

২৬ মে মনোনয়নপত্র বাছাই ও প্রকাশ, ২৮ মে মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপত্তি শুনানী ও নিস্পত্তিকরণ, ২৯ মে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ (অফিস নোটিশ বোর্ডে), ৪ জুন প্রার্থীতা প্রত্যাহার (প্রার্থীর লিখিত আবেদনের প্রেক্ষিতে), ১০ জুন চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ (অফিস নোটিশ বোর্ডে)। এছাড়া ২১ জুন ভোট গ্রহণ ও ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোট গ্রহণ হবে রাজশাহী বড়কুঠি অফিসে। মনোনয়নপত্রে সভাপতি- ৩০০০, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক ২০০০, সম্পাদক মন্ডলী ১৫০০, নির্বাহী সদস্য ১০০০ টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ