বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের ফল II খেলা ড্র পয়েন্ট ভাগাভাগি

আপডেট: মে ১১, ২০২৪, ৯:২৯ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত এবিজি বসুন্ধারা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগে দ্বিতীয় পর্বের খেলায় শনিবার ১১ এপ্রিল) উভয় দল নিজ ভেন্যুতে খেলতে নেমে ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়ান লিমিটেড ১-১ গোলে ড্র করেছে। খেলায় প্রথমার্ধের ৩৯ মিনিটের মাথায় ফর্টিসের গামবিয়ার ফুটবলার ওমর সার গোল করলে তারা একধাপ এগিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড়রা গোলের সন্ধানে আক্রমন করে খেলতে শুরু করে ও সুযোগ সন্ধানী ফুটবলার আকমল হোসেন নয়ন ৭৩ মিনিটের মাথায় সুযোগ পেয়েই ফর্টিসের জালে বল চালিয়ে দেয় ফলে ১-১ গোলে ড্র হয় ও উভয় দল পয়েন্ট ভাগ করে মাঠ ত্যাগ করে।

ফর্টিসের গোলকিপার আজাদ হোসেন ম্যাচ সেরা নির্বাচিত হলে তার হাতে জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য নজরুল ইসলাম সরকার ক্রেষ্ট তুলে দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ