রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান বলেছেন, দেশের প্রতিটি সেক্টরে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। আগামীতে বিশ্বে বাংলাদেশ বিনিয়োগের রোল মডেল হবে। বঙ্গবন্ধু বাঙালির স্বাধীনতা, অধিকার, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির অগ্রদ্রুত ছিলেন। এখন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ক্ষুধা ও দারিদ্রমুক্ত এবং মধ্যম আয়ের দেশের জন্য নিরলস চেষ্টা করছেন। ফলে দেশের মাটিতে উন্নয়নের নবদিগন্ত দেখা যাচ্ছে। এর মধ্যেই বাংলাদেশ অবাক করা উন্নয়নের সফলতা দেখিয়েছে।
গতকাল বুধবার বিকেলে রাজশাহী কলেজ মাঠে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপি উন্নয়ন মেলার সমাপনী আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, দেশের পরিস্থিতি ও মানুষ নিরাপদে না থাকলে উন্নয়ন সম্ভব না। বর্তমানে দেশের মানুষের গড় আয়ু ও শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। যার সুফল পাবে পরবর্তী প্রজন্ম। সম্প্রতি সাইলেন্ট কিলার জঙ্গিরা দেশে আতঙ্ক সৃষ্টি করেছিল। তারপরেও উন্নয়নের অগ্রযাত্রা থামাতে পারে নি। এজন্য সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের দৃঢ় অঙ্গীকার ও অনুপ্রেরণা হতে পারে সফলতার দ্বার।
রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিপিএম, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আতাউল গনিসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মেলায় অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের বিজয়ীদের নিকট পুরস্কার বিতরণ করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর আগে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রিয়েলিটি শো এবং উন্নয়নের তথ্যচিত্র প্রদর্শন, বিকেল পৌনে ৪টায় সেমিনার অনুষ্ঠিত হয়।