রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ ব্যাংক, রাজশাহী-এর প্রতিনিধিদের সাথে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদের বিশেষ সভা (৫৮৪তম) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সভায় সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল।
সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর; মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ মন্ডল; প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের অতিরিক্ত পরিচালক মোঃ ওবায়দুর রহমান মন্ডল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী’র অতিরিক্ত পরিচালক মোঃ মাহমুদুল ফারুক অংশগ্রহণ করেন। এছাড়াও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম; আইসিসি মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ ও পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ উক্ত সভায় উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এর ৩০.০৬.২০২৩ তারিখ ভিত্তিক পরিদর্শন প্রতিবেদনের পরিপালন বিষয়ে বিশদ আলোচনা করা হয় এবং রাকাব কর্তৃক প্রতিবেদনে উপস্থাপিত আপত্তিসমূহের নিস্পত্তিমূলক জাবাব প্রদান করায় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
এছাড়াও ২০২৩-২৪ অর্থ বছরে ২.৯৮ কোটি টাকা নীট মুনাফা অর্জন করায় রাকাব-এর প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রাখার পরামর্শ দেন। সভায় ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগকে আরও শক্তিশালী করার জন্য পরামর্শ প্রদান করা হয়।