রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, ৫ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির রাজশাহী শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ মার্চ) সন্ধ্যায় হোটেল ওয়ারিশনে এ সভায় সভাপতিত্ব করেন- সমিতির সভাপতি মো. সেলিম রেজা।
সভায় প্রধান সমন্বয়কারী হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকার সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি মো. সেকেন্দার আলী। সভায় নবগঠিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত সকলের সাথে পরিচিত হোন। অতপর বেকারী শীল্পে উৎপাদিত পণ্যের সকল উপাদানের দাম বৃদ্ধি হওয়ার কারনে প্রত্যেকটি পণ্যের সিমিত আকারে মুল্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন- সমিতির উত্তর বঙ্গ পরিষদের সভাপতি মো. মাকসুদুল আলম পাটোয়ারী, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বাক্কার আলী, সহ-সভাপতি পিযুষ কান্তি কুন্ডু, সহ-সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, কোষাধ্যক্ষ মো. আফসার আলী প্রমুখ।