বাংলাদেশ-ভারত টেস্ট হচ্ছে, বাকিটা রটনা

আপডেট: জানুয়ারি ১০, ২০১৭, ১২:০২ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


গত রোববারই শোনা গিয়েছিল ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ আয়োজন করতে পারবে না হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এমটাই নাকি তারা জানিয়ে দিয়েছে। গতকাল সোমবার তার জবাব দিলেন এইচসিএ-র সচিব কে জন মনোজ। এক কথায় এটিকে রটনা বলে উড়িয়ে দিলেন তিনি। এমনটা যে ঘটে নি সেটা পরিষ্কার জানিয়ে তিনি বলেন, ‘এইচসিএ টেস্ট আয়োজন করার ব্যাপারে কখনওই এমন মনোভাব দেখায় নি। আজ ওই টেস্টের বিজ্ঞাপনের জন্য টেন্ডারও ডাকা হয়েছে। এই টেস্টকে ঘিরে আরো কিছু চুক্তি আগামী দুই দিনের মধ্যেই করব। আমি জানি না কে এই মিথ্যেটা রটালো।’’
যদিও ফান্ড সমস্যা রয়েছে সব রাজ্য অ্যাসোসিয়েশন গুলোতে। সুপ্রিম কোর্টের নির্দেশে আগেই বিসিসিআই রাজ্য অ্যাসোসিয়েশনগুলোর টাকা আটকে দিয়েছিল। কিন্তু ম্যাচ আয়োজনের সময় ছাড়ও দেয়া হয়েছিল। এই অবস্থায় বাংলাদেশ টেস্টের ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সচিব বলেন, ‘সব সংস্থাকেই সুপ্রিম কোর্টের থেকে ছাড়পত্র পেতে হবে। সবার জন্যই একটা নির্দিষ্ট ফান্ড অ্যাপেক্স কোর্ট দিয়ে রেখেছে। কোনও টেস্ট ম্যাচ বাতিল হয়েছে? আর একটা টেস্ট আয়োজন করার জন্য আমরা বিজ্ঞাপন থেকেই পর্যাপ্ত টাকা তুলে নিতে পারব।’
শুধু তাই নয় বাংলাদেশ এই ম্যাচের বেশ কিছুদিন আগে এসে একটি তিন দিনের অনুশীলন ম্যাচও খেলতে চাইছে। তাতেও আপত্তি নেই এইচসিএ-র। এক সপ্তা আগে ভারতে চলে আসার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। সচিব অবশ্য সরাসরি বিসিসিআই-এর বাতিল কর্তাদের দিকেই আঙুল তুলেছেন, ‘আমার বিশ্বাস এই রটনা সেই সব বিসিসিআই কর্তারাই করছেন যারা অপসারিত। তাই আবারও বলছি, হায়দরাবাদ টেস্ট ম্যাচ আয়োজন করছে।’-আনন্দবাজারপত্রিকা।