বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মিলন মেলা ও বনভোজন অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ১১:০১ অপরাহ্ণ

সংবাদ সংবাদ :


বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার বার্ষিক মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) নগরীরি চৈতির বাগানে এ বনভোজন অনুষ্ঠিত হয়। রেস্তোরাঁ মালিকি সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু, সমিতির উপদেষ্টা বিশিষ্টি সমাজসেবক আজিজুল আলম বেন্টু, উপদেষ্টা এহসানুল হুদা দুলু, উপদেষ্টা হাসিনুর রহমান টিংকু, আব্দুল গাফ্ফার, নবকুমার ঘোষ, আবু তাহের, কামরুল হাসান সোহান, রাশেদ ইসলাম, ইমতিয়াজ জামিল দ্বীপন, নাবিলা নওরিন, আব্দুস সালাম, মো. রাজিব, আইনুল হক, শহিদুল ইসলাম পান্না প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবাধনে ছিলেন, রেজাউল হাসান রুবেল। অনুষ্ঠানে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান ও সাধারন সম্পাদক মাসুদুর রহমান রিংকু পুনরায় (২০২৩-২০২৪) দুই বছর মেয়াদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ