বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ নওগাঁর সম্মেলন

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ২:৩৬ অপরাহ্ণ


আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:


বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ নওগাঁ জেলা শাখার ২য় সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ ফেব্রæয়ারি) সন্ধায় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ নওগাঁ জেলা কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মোফাখখার হোসেন খান পথিকের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ড. বিশ্বজিৎ রায় ও কোষাধ্যক্ষ তমিজ উদ্দিন।

সম্মেলন শেষে ২বছর মেয়াদী ১৭সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয় অধ্যক্ষ মোফাখখার হোসেন খান পথিক, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল মতিন।

এসময় সংগঠনের নেতারা বলেন, সংগঠনটি নওগাঁর সাংস্কৃতিক বিকাশে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এধারা অব্যাহত থাকবে। এই কমিটি তাদের কাজের মধ্যে দিয়ে দেশব্যাপী তাদের কর্মকান্ড ছড়িয়ে দিবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। সম্মেলন শেষে নওগাঁর বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ