বাংলাদেশ সফর বাঁচাতে অস্ট্রেলিয়ার ক্রিকেটে শান্তির হাওয়া

আপডেট: আগস্ট ১, ২০১৭, ১২:৪৫ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


অবশেষে অস্ট্রেলিয়ার ক্রিকেটে শান্তির হাওয়া বইতে শুরু করেছে। দেশটির মিডিয়া জানাচ্ছে, ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের মধ্যকার চুক্তি সংক্রান্ত বিরোধটা মিটে যাওয়ার পথে। রোববারের পর সোমবারও মেলবোর্নে দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে টানা বৈঠক হয়েছে। সামনের মাসের বাংলাদেশ সফর বাঁচাতে সমঝোতা করতে গিয়ে দুই পক্ষই ছাড় দিয়েছে বলে জানা গেছে। কিন্তু এ ব্যাপারে কেউ মন্তব্য করতে রাজি হননি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শান্তি চুক্তির কথা জানানো হবে বলে লিখেছে অস্ট্রেলিয়ার সংবাদপত্রগুলো।
১৮ আগস্ট দুই টেস্টের সিরিজের জন্য বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়া দলের। ১০ আগস্ট থেকে তাদের ডারউইনে ক্যাম্প শুরু করার কথা। কিন্তু গেল এক মাস ধরেই চুক্তি নিয়ে রশি টানাটানি হচ্ছে দুই পক্ষের মধ্যে। ক্রিকেটারদের পক্ষ থেকে বয়কট করা হয়েছে অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর। হুমকিতে ছিল ঠিক পরের সফর, বাংলাদেশে টেস্ট সিরিজ।
অস্ট্রেলিয়ার ডেইলি টেলিগ্রাফ জানাচ্ছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাডারল্যান্ড ও অস্ট্রেলিয়ান ক্রিকেট সংস্থার প্রধান নির্বাহী অ্যালিস্টেয়ার নিকোলসন চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছেছেন। তারা মঙ্গলবার মেলবোর্নে একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন। চুক্তি সংক্রান্ত সমঝোতার ঘোষণাটা সেখানেই আসবে বলে জানিয়েছে এই সংবাদপত্রটি। এতে করে বাংলাদেশ সফর ও অ্যাশেজ বাঁচানো গেলো বলে তাদের ভাষ্য।
সিডনি মর্নিং হেরাল্ড শিরোনাম করেছে, ম্যারাথন আলোচনার পর ক্রিকেট চুক্তি বিরোধ শেষের পথে, জানাচ্ছেন খেলোয়াড়রা। তারা অবশ্য জানাচ্ছে, ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেটারদের সংস্থার মধ্যে শান্তি চুক্তি হতে যাচ্ছে। কিন্তু বোর্ড, খেলোয়াড় ও খেলোয়াড়দের সংস্থার মাঝে চূড়ান্ত সই হতে বাকি। তার মানে বুধবারের আগে কোনো ঘোষণা আসার সম্ভাবনা কম।
গত জুনে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের খেলোয়াড়দের জন্য নতুন চুক্তির প্রস্তাব দেয়। কিন্তু স্টিভেন স্মিথের দলের খেলোয়াড়রা এবং শীর্ষ ক্রিকেটাররা তা মানেননি। তাদের দাবি, এতে করে রাজস্ব ভাগাভাগিতে বৈষম্য আসছে। শীর্ষ ক্রিকেটারদের আয় বাড়বে কিন্তু তৃণমূলের ক্রিকেটারদের আয় কমবে। সুতরাং তারা ৩০ জুন পর্যন্ত চুক্তিতে সই করার ডেডলাইন মানেননি। তাতে ১ জুলাই থেকে অস্ট্রেলিয়ার ২৩০ ক্রিকেটার বেকার। বোর্ডের সাথে খেলোয়াড় সংস্থার বিরোধ আরো জমে ওঠে দুই পক্ষই একে অন্যের প্রস্তাব বাতিল করলে। কিন্তু সব ভোগান্তি শেষে অস্ট্রেলিয়ার ক্রিকেট শান্তির মধ্যে ঢুকছে বলেই এখন জোর খবর।