বাংলা নববর্ষ উদযাপ উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

আপডেট: মার্চ ৩১, ২০২৪, ১০:০১ অপরাহ্ণ

বাংলা নববর্ষ উদযাপ উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার (৩১ মার্চ) বেলা সাড়ে ১০টায় অনুষ্ঠিত এ প্রস্তুতি সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

প্রস্তুতি সভায় বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখ বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের নিয়ে ‘বাংলা নববর্ষ ও বঙ্গবন্ধু’ বিষয়ক কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভার সিদ্ধান্ত গৃহীত হয়। বর্ণিল শোভাযাত্রা লোকজ ঐতিহ্য দিয়ে ফুটিয়ে তোলার জন্য উপস্থিত সকলের পরামর্শ এবং সহযোগিতা কামনা করা হয়।

পহেলা বৈশাখ সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মঞ্চে এসে শেষ হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলামের সঞ্চালনায় প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ উপজেলা নির্বাহী অফিসার, সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি,সাংবাদিক ও এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ।