বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
জামাআতুল মুজাহিদ বাংলাদেশের (জেএমবি) মৃত্যুদ-প্রাপ্ত শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের অন্যতম প্রধান সহযোগী মাহতাব খামারুকে (৪৫) চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাজশাহীর বাগমারা থানার একটি বিস্ফোরক মামলায় তার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বুধবার দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ পুলিশের পক্ষ থেকে মাহতাব খামারুর সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালতের বিচারক সাইফুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য খামারুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৩ জুন বাগমারার শিকদারি বাজারে চারটি বোমার বিস্ফোরণ ঘটে। কারাগারে আটক থাকা জেএমবি নেতা মাহাতাব খামারুকে আজ ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তার সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। দুপুরে শুনানি আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে কারাগার থেকে থানায় নিয়ে যাওয়া হয়।
দেশব্যাপি সিরিজ বোমা হামলার দ্বিতীয় পরিকল্পনাকারী হিসেবে ধরা হয় এই মাহতাব খামারুকে। ২০০৫ সালের ২৭ নভেম্বর তাকে প্রথম গ্রেফতার করে র্যাব। কিন্তু পরবর্তীতে জামিনে মুক্তি পান বাংলা ভাইয়ের এই সেকেন্ড ইন কমান্ড। কিছুদিন পর তাকে আবারও গ্রেফতার করা হয়। এবারও তিনি জামিন পেয়ে যান। পরে ২০১২ সালের ২৩ জুলাই তাকে ফের আটক করে র্যাব। কিন্তু এবারও তাকে আটকে রাখা যায়নি। আইনের ফাঁক গলিয়ে ঠিকই জামিন পান আদালত থেকে।
এরপর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। দীর্ঘদিন পর এলাকায় ফিরে জেএমবিকে সংগঠিত করার কাজ শুরু করলে গত ২৬ সেপ্টেম্বর বাগমারার তালঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই গ্রামের মোহাম্মদ আলী খামারুর ছেলে।