বাংলা ভাষা ইশারা দিবস উপলক্ষে সভা অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০১৭, ১২:১৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


বাংলা ভাষা ইশারা দিবস উপলক্ষে ‘ইশারা ভাষার উন্নয়নে, সচেতন হব প্রতিজনে’, প্রতিপাদ্য নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত পাল। বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবা অধিদফতর রাজশাহীর সাবেক উপপরিচালক মোজাম্মেল হক। এতে সভাপতিত্ব করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবিনা ইয়াসমিন।
বক্তব্য দেন, হাই কেয়ার রাজশাহীর প্রধান শিক্ষক শাহনাজ বেগম। স্বাগত বক্তব্য দেন, পিএইচটি সেন্টার রাজশাহীর প্রধান শিক্ষক বেগম রিজিয়া খাতুন। বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মধ্যে ইশারার মাধ্যমে উপস্থাপন করেন, পিএইচটি সেন্টার রাজশাহীর শিক্ষক খানম মরিয়ম জামিলা। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ