বাইতুল মোকাদ্দাস রক্ষা কুদস দিবসে ইমামীয়া ফাউন্ডেশনের মানববন্ধন

আপডেট: এপ্রিল ৫, ২০২৪, ১১:২২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:মসজিদুল আকসা বাইতুল মোকাদ্দাস রক্ষা ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদ এবং কুদস দিবসে মানববন্ধন করেছে ইমামীয়া জনকল্যাণ ফাউন্ডেশন। শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে জুম্মার নামাজের পর নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাইতুল মোকাদ্দাস  মানববন্ধনে বক্তারা বলেন, রমজানুল বিদায় শেষ জুমা আল-কুদস দিবস বা আন্তর্জাতিক আল-কুদস দিবস। প্রতি বছর রমযান মাসের শেষ শুক্রবার পালিত হয়ে থাকে যা ১৯৭৯ সালে ইরানে শুরু হয়েছিল। এই দিবস পালনের উদ্দেশ্য হলো ফিলিস্তিনী জনগণের সাথে একাত্মতা প্রকাশ। জায়নবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এবং ইসরাইল কর্তৃক জেরুযালেম দখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ। পবিত্র ফিলিস্তিনের ভূখণ্ড ইহুদিবাদ ইসরাইলকে আশ্রয় দিয়েছিল, ইহুদিবাদ ইসরাইল ফিলিস্তিনের মাতৃভূমি জবরদখল করে অন্যায় ভাবে ফিলিস্তিনের নিরীহ নারী শিশুকে হত্যা করে চলেছে, এর প্রতিবাদ কেউ করছে না, আমেরিকার মানবাধিকার কোথায়,জাতিসংঘের মানবাধিকার কোথায়। নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে বিশ্বের মুসলিম ভাইদের দাঁড়ানোর আহ্বান জানান।

মানববন্ধনে সভাপতি করেন ইমামীয়া জনকল্যান ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি সৈয়দ ইউসুফ হোসেন। বক্তব্য রাখেন, শিয়া মসজিদের ইমাম আলী আকবর, রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি ডা. আব্দুল মান্নান, কবিকুঞ্জের সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামানিক, ন্যাপ রাজশাহী মহানগর সভাপতি অ্যাড. সাইদুল ইসলাম। মানববন্ধন পরিচালনা করেন ইমামীয়া জনকল্যান ফাউন্ডেশন রাজশাহীর সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ