বাউবিতে পেশাগত উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: মার্চ ১০, ২০২৪, ১১:৩৪ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:বাংলাদেশ উম্মক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে দিনব্যাপী পেশাগত উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মার্চ) সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাউবিতে শুদ্ধাচার কমিটি ও আইকিউএসি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় রিপোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাউবির ট্রেজারার ও শুদ্ধাচার কমিটির সভাপতি অধ্যাপক মোস্তফা আজাদ কামাল ও সহযোগী অধ্যাাপক ড. জাকিরুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবু বাককার। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক কেন্দ্র ও আওতাধীন পাবনা, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের ৪৬ জন কর্মকর্তা ও কর্মচারী।

এ বিভাগের অন্যান্য সংবাদ