বাউয়েটের নতুন রেজিস্ট্রার কে এফ এ সোহেল

আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৪, ৯:৩১ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর নতুন রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন অবসরপ্রাপ্ত লে: কর্ণেল কে এফ এ সোহেল। তিনি লে: কর্ণেল শেখ সানি মোহাম্মদ তালহা (অবঃ) এর স্থলাভিষিক্ত হলেন।

গত ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মিজানুজ্জামান এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে দায়িত্ব প্রদান করেন। বাউয়েটে যোগদানের পূর্বে তিনি ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট এর ই-পাসপোর্ট প্রজেক্ট এ ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

তিনি বরিশাল ক্যাডেট কলেজ থেকে ১৯৯৩ সালে এসএসসি, ১৯৯৫ সালে এইচএসসি, বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ১৯৯৭ সালে বিএ (পাস), বিইউপি থেকে ২০১৯ সালে ডিপ্লোমা ইন অ্যারাবিক ডিগ্রী প্রাপ্ত হন এবং বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স ইন ইসলামিক স্টাডিস-এ অধ্যায়নরত আছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেনেন্ট হিসেবে ১১ ডিসেম্বর ১৯৯৭ সালে কমিশন প্রাপ্ত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ