বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা সফরের অংশ হিসেবে রাজশাহীর কাটাখালি ৫০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট পরিদর্শন করেন।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) আয়োজিত শিক্ষা সফরে এমই বিভাগের প্রভাষক মো. আব্দুল মোনেম, মো. সেজান হোসেন, মো. মারুফ তাহমিদ এবং অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার মো. আশরাফুল আরেফিন উপস্থিত ছিলেন। পাওয়ার প্লান্টের সহকারী ইঞ্জিনিয়ারগণ শিক্ষার্থীদের প্ল্যান্টের বিভিন্ন বিষয় সরেজমিনে দেখান এবং গুরুত্বপূর্ণ বিষয়সমূহ বুঝিয়ে দেন।
এই শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা হেভি ফুয়েল ওয়েল পিকিং পাওয়ার প্লান্ট কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে, স্টিম কিভাবে উৎপাদন করা হয়, উৎপাদিত বিদ্যুৎ মেইন গ্রিডের সাথে সংযুক্ত হয়, প্লান্টের ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ হয়েছে। উল্লেখ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের ২৯ জন শিক্ষার্থী এই শিক্ষা সফরে উপস্থিত ছিল।