শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান।
সকালে সূরে্যাদয়ের সময় জাতীয় সংগীতের সাথে সাথে বাউয়েটের প্রশাসনিক ভবন প্রাঙ্গনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যায়ের পতাকা উত্তোলন এবং সালাম প্রদান করেন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান এবং ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি, (অব.)।
এসময় উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার লে. কর্নেল কেএফএ সোহেল (অব.), আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, প্রভোস্ট, বিভাগীয় প্রধানগণ, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষক মন্ডলী এবং কর্মকর্তাবৃন্দ।
এছাড়া জোহর ও মাগরিব নামাজের পর বাউয়েটের কেন্দ্রীয় মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি, মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার শান্তি এবং সশস্্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি ও একাত্মতা কামনা করে বিশেষ মোনাজাত ও ক্যাম্পাসের মূল গেইট ও সড়কে আলোকসজ্জার আয়োজন করা হয়।