শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের সিন্ডিকেট হলে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চারদিন ব্যাপী ‘মেথড অব ইন্সট্রাকশনস’ শীর্ষক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৪) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান।
প্রধান অতিথি বলেন, “এই শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে নতুন শিক্ষকগণ শ্রেণিকার্যক্রম পরিচালনা জন্য পাঠ পরিকল্পনাসহ হাতে কলমে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। এই শিখন শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের সময় কাজে লাগানোর মাধ্যমে সার্থক করতে হবে।’ তিনি এই কর্মশালা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন এবং পদার্থবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, ইসিই অনুষদের ডিন এবং সিএসই বিভাগের প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূ্্ঁঞা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার এডমিন মেজর মো. মনজিনুল মুবীন (অব.), সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ, ছাত্র কল্যাণ উপদেষ্টা, প্রক্টর। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক মোঃ আশরাফুল ইসলাম।
শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার রিসোর্স পারসন ছিলেন সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন এবং পদার্থবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন। সহযোগীতায় ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাছুদার রহমান এবং আইসিই বিভাগের সহকারী অধ্যাপক এবিএম কবির হোসাইন।
এই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে শিক্ষকগণ হাতে কলমে যে সকল বিষয়গুলো শেখার সুযোগ পেয়েছেন তার অনুভুতি ব্যক্ত করেন আইসিই বিভাগের নবগত শিক্ষক প্রভাষক রাফিয়া তামান্না তিনি বলেন ‘এই অধিবেশনে আমরা পাঠ পরিকল্পনা, ডেমোনেস্ট্রেশন ক্লাস এর মাধ্যমে পাঠদান সম্পর্কে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি, কিভাবে একজন শিক্ষার্থীকে অনুপ্রাণিত করা যায়, কিভাবে তাদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের জন্য সর্বোত্তম পরিবেশ তৈরি করা যায় তা জেনেছি।’
উল্লেখ্য গত ২৯ জুন ২০২৪ তারিখে সিন্ডিকেট হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ৫টি অনুষদের (সিইই অনুষদ, ইসিই অনুষদ, এমই অনুষদ, সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদ এবং আইন অনুষদ) ২২ জন শিক্ষক অংশগ্রহণ করেন।