বাউয়েট ক্যাম্পাসে মহান বিজয় ও জাতীয় দিবস উদযাপন

আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৩, ১:১৪ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ গত ১৬ ডিসেম্বর ২০২৩ তারিখে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ক্যাম্পাসে মহান বিজয় ও জাতীয় দিবস উদযাপন করা হয়। সকাল ৬:৪০ মিনিটে ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করেন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল (অব.) মোহাম্মদ হামিদুল হক, পিএসসি এবং মেজর মোঃ আব্দুল হামিদ (অবঃ), ডেপুটি রেজিস্ট্রার (এডমিন) এবং ভারপাপ্ত রেজিস্ট্রার।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, রসায়ন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম, আইসিই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ রুবেল বাশার, সিই বিভাগ প্রধান সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোঃ মাহমুদুর রহমান, এমই বিভাগের প্রধান মোঃ আলমোস্তাসিম মাহমুদ, ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপকমোঃ আতাউল করিম, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মোঃ আশরাফুল ইসলাম, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও কর্মকর্তা-কর্মচারীগণ।

অন্যান্য কর্মসূচির মধ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনী প্রধানের বাণী প্রচার, বাদ যোহর বাউয়েট কেন্দ্রীয় মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য, জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত, তবারক বিতরণ এবং ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়।