বাউয়েট বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩ উদ্বোধন

আপডেট: জুন ৯, ২০২৩, ৬:১৪ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :


নাটোরের বাগাতিপাড়ায় অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে বাউয়েট ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩’ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ। বৃহষ্পতিবার (৮ জুন ২০২৩) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে দশটি ফলজ বৃক্ষরোপণের মাধ্যমে প্রতিবছরের ন্যায় এবারও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ‘গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি ’।

প্রধান অতিথি বলেন, ‘আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। যতগুলো গাছ লাগাই না কেন গাছের সঠিক পরিচর্যা করতে হবে যেন সবগুলো গাছ সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। আজকের দিন আমরা সবাই মিলে সেই কাজটাই শুরু করলাম এবং সারা বছর ধরেই আমরা গাছ লাগাবো। আপনাদের নিজস্ব জায়গাতেও পরিকল্পনা করে গাছ লাগাবেন।’ অনুষ্ঠানের শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সকলকে ধন্যবাদ জানান।

কর্মসূচি পালন উপলক্ষে সকাল সাড়ে দশটায় শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ক্যাম্পাসের খেলার মাঠ সংলগ্ন শহীদ মিনার চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি (অব.), রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্ণেল শেখ শামীম হোসেন (অব.), বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীগণ। বৃক্ষরোপণ অনুষ্ঠানের শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মোঃ আল আমিন।