রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২২ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) ব্যবসায় প্রশাসন বিভাগের দ্বিতীয় সিমেস্টারের শিক্ষার্থীরা শিক্ষাসফরে বগুড়ার মোহিনী নাবিল পাট কারখানা পরিদর্শন করেছে। গত শনিবার তারা এ পাট খারখানা পরিদর্শন করে।
শিক্ষাসফরে পাঠ্যক্রমের শিক্ষার্থীরা পাট কারখানার উৎপাদন প্রক্রিয়ার শুরু থেকে পণ্যের প্যাকিংসহ খুঁটিনাটি বিষয়গুলো সরজমিনে দেখার মাধ্যমে শিক্ষা লাভ করতে সক্ষম হয়েছে। এছাড়া কারখানার মালিক মো. আবদুল মান্নাফ এবং এবি ব্যাংক বগুড়া শাখার ভাইস প্রেসিডেন্ট এটিএম নূরুল্লাহ উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ের বিভিন্ন শিক্ষামূলক দিক নিয়ে মতবিনিময় করেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের জবাব দেন। শিক্ষাসফরে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও অধ্যাপক ড. মো. শাহ আলম, সহকারী অধ্যাপক সৈয়দ নাজমুল হুদা, সহকারী অধ্যাপক মো. আবদুর রশিদ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আশরাফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো. ইব্রাহিমএ শিক্ষাসফরে উপস্থিত ছিলেন।