শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণাংশে একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। বুধবারের এ হামলায় আরো ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্রগুলো। সূত্রগুলো জানিয়েছে, শিয়া অধ্যুষিত এলাকা আবু দশিরে গাড়িবোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) প্রায়ই ইরাকের রাজধানীসহ বিভিন্ন শহরে এ ধরনের প্রাণঘাতী হামলা চালিয়ে থাকে।
ইরাকে জঙ্গিগোষ্ঠীটির শেষ শক্তিকেন্দ্র মসুলে ইরাকি বাহিনীর ব্যাপক অভিযানে চাপের মুখে আছে আইএস।- বিডিনিউজ