মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাংশের এক সব্জি বাজারে একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন।
রোববারের এ হামলার ঘটনায় আরো ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্রগুলো। সব্জি বাজারটি বাগাদাদের জামিলা এলাকায় অবস্থিত। এলাকাটি শিয়া অধ্যুষিত। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
গত এক সপ্তাহে বাগদাদসহ ইরাকের বেশ কয়েকটি শহরে ধারাবাহিক হামলা চালানো হয়েছে। এসব হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। এসব হামলার কয়েকটির দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) ।
ইরাকে শেষ শক্তিকেন্দ্র মসুলে ইরাকি বাহিনীর অভিযানে ব্যাপক চাপে পড়েছে জঙ্গি গোষ্ঠীটি। তাদের নিয়ন্ত্রণ থেকে পূর্ব মসুলের ৭০ শতাংশ এলাকা পুনরুদ্ধার করেছে ইরাকি বাহিনী।- বিডিনিউজ